# যথাসম্ভব বর্জন করুন ফাস্টফুড, কোমল পানীয়, ভাজা খাবার, তৈলাক্ত খাবার, খাবারের মধ্যবর্তীকালীন খাবার। # খাবারের শেষে মিষ্টি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। চিনি বা মিষ্টিজাতীয় খাবার পরিহার করুন। # বেশি করে সুবজ শাকসবজি ও ফলমূল খান। বেশি মাছ খান, চামড়া ছাড়া মুরগি আর কম গরুর গোশত খাওয়ার অভ্যাস করুন। # দুধ-চিনি ছাড়া হলে চা-কফিতে কোনো বাধা নেই। এ ক্ষেত্রে কৃত্রিম চিনি ব্যবহার করতে পারেন। # রান্নায় বেশি পানি ব্যবহার করুন। তেল বা মসলা যত পারেন কমিয়ে দিন। পাশাপাশি রান্নায় তেল কমানোর...

